ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মহামারি করোনা শনাক্তের ল্যাব উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও বক্ষব্যাধী হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য একটি ইউনিট চালু করা হয়েছে।
মঙ্গলবার সকালে এই ল্যাবের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বক্ষব্যাধি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে টিবি পরীক্ষা ছাড়াও প্রতিদিন তিনজনের করোনা শনাক্ত করা হবে। পরবর্তীতে আরো একটি মেশিনের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তের পরিধি বাড়ানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ।
এ সময় সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
এই ল্যাব থেকে প্রতিদিন কমপক্ষে ১০ জনের করোনা পরীক্ষা করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply