সর্বোচ্চ যাচাই-বাছাই করেই যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে আবারও জানিয়েছেন, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। কমিটির নতুন সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে যুবলীগ নেতাকর্মীদের দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন পরশ। একইসাথে দু'একজনের ব্যক্তিগত দায় সংগঠন নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ পরশ।
আর কোনও নেতাকর্মীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেলে কোনও রকম ছাড় দেয়া হবে না জানিয়েছেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এবারের কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রলীগের শতাধিক নেতা। পড়ন্ত বিকেলে সাবেক ছাত্রনেতাদের মিলনমেলায় পরিণত হয় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীস্থল। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় তাদের কন্ঠে।
You cannot copy content of this page