পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রহমত উল্লাহ (৩) ও আসাদ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলাধীন দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়,মৃত শিশু রহমত উল্লাহ ওই এলাকার কৃষক রফিকুল ইসলামের ছেলে এবং মৃত অপর আরেক শিশু আসাদ একই এলাকার সফিজ উদ্দিনের ছেলে। মৃত শিশু রহমত উল্লাহ ও আসাদ তারা দুজনে আপন চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বুধবার দুপুরে শিশু রহমত উল্লাহ ও তার আপন চাচাতো ভাই আসাদসহ তারা দুজনে বাড়ির পাশ্বে খেলা করছল এসময় খেলতে খেলতে তারা দুজনে বাড়ি প্বাশে পুকুরে পড়ে যায়। এদিকে তাদের পরিবার তাদের দুজনকে দেখতে না পেয়ে সাথে সাথে খোঁজাখোঁজি শুরু করে পরে অনেকক্ষণ পর তাদের দুজনকে পুকুরে ভাসতে দেখলে তাদের দুজনকে দ্রুত উদ্ধার করলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার পুকুরে ডুবে ওই ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page