শামীম মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ২ টি অবৈধ বাংলা ড্রেজার ও ১৫শ ফুট পাইপ ধ্বংসসহ এই কাজে জড়িতদের ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামের বিলে অভিযান চালিয়ে ২ টি বাংলা ড্রেজার ও ১৫শ ফুট পাইপ ধ্বংস ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।
জানাগেছে,প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে সিংজুরী বিল থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে মাটি উত্তোলন কর ছিলেন ওই এলাকার দেলোয়ার ও চাঁন মিয়া নামক দুই ব্যক্তি। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে ঘটনাস্থলে যারা কর্মরত ছিলেন তাদের অর্থদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন সাংবাদিকদের জানান, মির্জাপুরে কাউকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেয়া হবেনা। এই অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page