মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):-
যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট হতে ১.৪৭৩ কেজি ওজনের ১৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রæতিতে অদ্য ১৯ নভেম্বর ২০২০ তারিখ বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত সুবেদার মোঃ শাহীন আলী এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে আনুমানিক ০৯১৫ ঘটিকায় যশোর হতে বেনাপোলগামী একটি লোকাল বাসে একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত এবং অভিনব কায়দায় আসামীর কোমরে বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাধা ১.৪৭৩ কেজি স্বর্ণ (১৩ টি বার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১,০৯,০০,০০০/- (এক কোটি নয় লক্ষ) টাকা। আটককৃত আসামীর নাম মোঃ আশিকুর রহমান (৪০), পিতা-মোঃ সৈয়দ আলী, গ্রাম-উত্তর দেওলী, ডাকঘর-সাদিপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply