মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- বেনাপোল রেল স্টেশন রোডস্থ সেলিনা মেডিকেল কর্ণারের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার(২০ /১১/২০) সকালের দিকে হাজী আজিজ সুপার মার্কেটে উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বেনাপোল বাজার কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,বেনাপোলের গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিগন। অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিঁকড়ি জামে মসজিদের পেশ ইমাম ও বাহারুননেছা কাশেম আলী হেফজুল কোরআন এতিম খানার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শাহীন আলম। সেলিনা মেডিকেল কর্ণারের স্বত্বাধিকারী মেডিসিন ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ মোঃ ইকরামুল হাসান ডি,এম, এফ ( ঢাকা)এফ,টি, সি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল খুলনা। তিনি জানান,বেনাপোল পৌরবাসী সহ পার্শ্ববর্তী ইউনিয়য়নের নাগরিকদের স্বাস্থ্য সুরাক্ষায় এখন হতে বেসরকারী ভাবে প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন। সেলিনা মেডিকেল কর্ণারের এই সূচনা লগ্নে সর্বোস্তরের মানুষের দোয়া চেয়েছেন তিনি।
Leave a Reply