মোঃ আলমগীর উল্লাপাড়াঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর গ্রামে যুবতীকে জোরপূর্বক ধর্ষন মামলার আসামী মুকুল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ ইব্রাহিম
সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে ভোরে আসামী মুকুলকে লাহিড়ী মোহনপুর হাইস্কুলের পাশ থেক গ্রেফতার করে। পরদিন শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের সাবেক রহিচ মেম্বারের ছেলে
মুকুুল হোসেনকে একই এলাকার রুবেল হোসেনের স্ত্রী খাদিজা খাতুনকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো।
গত ১০ নভেম্বর আনুমানিক রাত্রী ১১ ঘটিকার সময় ওই যুবতী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে,পূর্বে উৎপেতে থাকা যুবক মুকুল হোসেন তাকে মুখে চাপ দিয়ে তার ঘরে নিয়ে যায় এবং এক পর্যায়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং শনিবার(২১ নভেম্বর) সকালে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
You cannot copy content of this page