হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ,আইবিএন: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম গত ২১ নভেম্বর ২০ সকাল ১০.৪৫ টায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে..রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস সালামের রাজনৈতিক ও শিক্ষাজীবনের শুরু কিশোরগঞ্জ জেলায়। তিনি স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সাহসি ভূমিকা পালন করেন। তাকে এদিন বিকালে নান্দাইল উপজেলার নিজ গ্রামের বাড়িতে বিকাল ৪টার দিকে জানাজা শেষে দাফন করা হয়।খবর বাপসনিউজ।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুলহক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
You cannot copy content of this page