শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায়,শায়খুল ইসলাম শাহ্ আহমদ শফি(রঃ)মাওলানা আব্দুল হক(রঃ) ও মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী(রঃ) এর স্মরণে প্রতি বছরের মতো এবারও স্বাস্থ্য বিধি মেনে (২৫ নভেম্বর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল।বুধবার,বৃহস্পতি ও শুক্রবার (২৫,২৬ ও ২৭ নভেম্বর) এই তিন দিন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ আছর হইতে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।
২৫ নভেম্বর মাহফিলের প্রথম রাতে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন এর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী নজরুল ইসলাম কাশেমী।আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ প্রমূখ।
দ্বিতীয় রাতে মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব হযরত মাওলানা সালাহ উদ্দিন আশরাফীর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী,সিলেট। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহমীর হোসেন সীমান্ত(এল.এল.বি(সম্মান)এল.এল.এম)প্রমূখ।
তৃতীয় অর্থাৎ মাহফিলের শেষ রাতে ইসলামপুর মাদরাসা (ধামরাই, ঢাকা) শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা আজিজুল ইসলাম জালালী(হবিগঞ্জ)।আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমূখ।
ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম শামীম জানান,সরকারের আদেশ অনুযায়ী সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।তারা আরও বলেন মাহফিলে আগত সবার জন্য সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য ও যারা মাস্ক পড়ে না আসবে তাদের জন্য মাস্কর ব্যবস্তা রাখা হয়েছে।মাহফিলে উক্ত মাদরাসার ছাত্রদের পাগড়ী (দিস্তার বন্দি) দেয়া হবে এবং মহিলাদের বসার জন্যও সু-ব্যবস্থা করা হয়েছে।
You cannot copy content of this page