হাকিকুল ইসলাম খোকন ,মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: -সংকটে মার্কেটিং- লেথক অধ্যাপক ড. মীজানুর রহমান, প্রকাশক- মেরিট ফেয়ার প্রকাশন, ১২ বাংলাবাজার (শিকদার ম্যানসন), ঢাকা, মূল্য ৪০০ টাকা।
বইটির ১৯টি প্রবন্ধে একই বিষয়কে হিরকদ্যুতিতে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার অসামান্য দক্ষতা লক্ষণীয়। প্রবন্ধগুলো ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের সময়গুলোর স্মৃতি বহন করছে। কিন্তু সংকটের মাত্রা চিরন্তন।
মার্কেটিংয়ের মতো একটি কঠিন বিষয়কে সাধারণ পাঠকের জন্য আকর্ষণীয় ও ব্যতিক্রমী উপস্থাপনায় সহজ করার ক্ষমতা লেখক হিসেবে অধ্যাপক ড. মীজানুর রহমানকে অনন্য করে তুলেছে।
বইটির বহুল প্রচার কাম্য।
You cannot copy content of this page