ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম জানান, জাতীয় পার্টির বর্ধিত সভায় সর্বসম্মতভাবে এবারের পৌরসভা নির্বাচনে পীরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক তৈয়ব আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন পীরগঞ্জ পৌরবাসী এবার শিক্ষিত ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। উল্লেখ্য, অধ্যাপক তৈয়ব আলী পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রয়াত সভাপতি মরহুম ইসাহাক আলীর ছোট ভাই ও জাবরহাট ডিগ্রী কলেজের অধ্যাপক ।
You cannot copy content of this page