দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার প্রথম ধাপের নির্বাচনে খাজা মঈন উদ্দিন চিশতিকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই। ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক খাজা মঈন উদ্দিন চিশতিকে নৌকা প্রতিক দেওয়া হয়েছে। আমরা নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। উপজেলা নির্বাচন অফিস ওয়াজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর,এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নামও রয়েছে। ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯শ ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫শ ৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩শ ৭৯জন। ফুলবাড়ী পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহন হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর,মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩ডিসেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ডিসেম্বর এবং ভোটগ্রহনের তারিখ ২৮ডিসেম্বর।
প্রতিদিনের সময়/জা-বি
Leave a Reply