পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। গত ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণদিবস অফিসের কাজকর্ম বন্ধ করে তারা কর্মবিরতি পালন শুরু করে। আজ সোমবার (৩০ নভেম্বর) শেষ দিন সকাল থেকেই এ কর্মবিরতি পালন করে কর্মচারিরা। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নড়াইল জেলা শাখার সভাপতি তরফদার রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আব্দুল আলীম, সহ-সভাপতি মোঃ কামরুল গাজী, নাজির বাবর আলী, মোঃ মশিয়ার রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা বর্তশানে ১১-১৬তম গ্রেডে বেতন পাচ্ছেন। আমরা ১০-১১তম গ্রেডে বেতন দাবি করেছি। এছাড়া পদবি পরিবর্তনের দাবি জানাচ্ছি। যদি তাদের এ যৌক্তিক দাবি আগামী ৪ ডিসেম্বর এর মধ্যে মানা না হয় ,তাহলে ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের মধ্য দিয়ে পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে।
You cannot copy content of this page