স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদ্য প্রয়াত সাধারন সম্পাদক শ্রমিক নেতা হাজী আনছার আলীর রুহের মাহফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সয়াধানগড়া মিফতাহুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে রেলওয়ে কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ নজরুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। প্রয়াত শ্রমিক নেতা আনছার আলী অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী আজাদুর রহমান আজাদ, সয়াধানগড়া মিফতাহুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক ব্যবসায়ী নুর কায়েম সবুজ, রেলওয়ে কওমী মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ইসমাইল হোসেন, সয়াধানগড়া আজাদ মসজিদের ইমাম হাফেজ মাওঃ রহমাতুল বারী, অত্র মাদ্রাসার মুহতারিম হাফেজ শিফাব উদ্দিন ও ইউপি সচিব সমাজসেবক আমিনুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে মাদ্রাসার ছাত্র, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসুল্লিয়ান উপস্থিত ছিলেন।গত ১৩ নভেম্বর-২০২০ এই শ্রমিক নেতা ইন্তেকাল করেন।
You cannot copy content of this page