নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা কারাগারের মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসকালে তার মৃত্যু হয়। পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস গত ১৪ আগষ্ট ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যাথা অনুভব কররলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান। সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ফরিদ বিশ্বাসের মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। #
You cannot copy content of this page