এম মাজেদ ফেনী অফিস:সোমবার ১১:৩০ মিনিট থেকে জেলা প্রশাসক'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে ফেনী জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদিত চুলার অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি বাড়ির মালিককে মোট ১,১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় ।এ সময় লাইসেন্সীর অনুমতি ব্যতিত অবৈধ গ্যাস সংযোগ গ্রহন ও ব্যবহারের অপরাধে শহরের বারাহীপুর এলাকার শহিদুল ইসলামকে ২০,০০০ টাকা, মো: রফিক কে ১৫,০০০/- টাকা,শামসুদ্দোহা নামের ১ বাড়ির মালিক কে ৩০,০০০/- টাকা এবং পত্রিকায় প্রকাশিত লালপোল গোবিন্দপুরের কাসেম ম্যানশন কে ১০ টি চুলার অনুমোদন নিয়ে ১৫ টি চুলা ব্যবহারের অপরাধে ৪৫,০০০/- টাকা জরিমানা করা হয়।এছাড়াও বর্ণিত বাড়িগুলোর গ্যাসের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত রাইজার, রেগুলেট ও পাইপ জব্দ করা হয়।অভিযান পরিচালনায় সহায়তা করেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, গ্যাস বিতরন এরিয়া,ফেনী জেলা শাখার ম্যানেজার জনাব সাহাব উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page