বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সাবেক সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাসআলখাইম গ্রান্ড হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভুঁইয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফর চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরীর মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাসআলখাইম সভাপতি জসিম মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ রায়হান, হামিদ, চিশতি আব্বাস, নুরনবী নওশাদ, টিপু, জয়নাল, নুরআলম, আবুছায়িদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ইস্কান্দার মির্জা শামীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
You cannot copy content of this page