নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন অংশ গ্রহণ করে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক কুদরত আলী,সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু প্রমূখ।
You cannot copy content of this page