"বিজয়ের চপলতা"
সানজিদা মাহমুদ মিষ্টি
সম্মানের বড়াই না দেখিয়ে,
অধিকারের হাতকে এগিয়ে,
দেখাও তোমার বিজয় চপলতা।
সৃষ্টির প্রতি দয়ার দ্বার খুলে,
করুনাকে দূরে সরিয়ে
দেখাও তোমার বিজয় চপলতা।
অভিমানকে ভুলে গিয়ে,
ভুলকে শুধরে নিয়ে,
দেখাও তোমার বিজয় চপলতা।
পুরোনোকে নতুন করে,
সজীবকে আরো রঙিন করে,
দেখাও তোমার বিজয় চপলতা।
কল্পনা হতে বাহির হয়ে,
বাস্তবের গভীরে গিয়ে,
দেখাও তোমার বিজয় চপলতা।
মিথ্যের ঘাটি ছেড়ে,
সত্যের মুখোমুখি হয়ে,
দেখাও তোমার বিজয় চপলতা।
যান্ত্রিকতাকে পরিহার করে,
মানবতার হাতকে প্রসারিত করে,
দেখাও তোমার বিজয় চপলতা।
লিখেছেন:
সানজিদা মাহমুদ মিষ্টি
আই ই আর
পনেরো তম আবর্তন
সেশন: ২০১৯-২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
You cannot copy content of this page