নিজস্ব প্রতিনিধিঃ দেশ-বিদেশের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিল্টন তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী।
এক বার্তায় মিল্টন তালুকদার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। বিজয়ের ৪৯ তম বছর পার করে ৫০-শে পৌছাঁলো দেশ, সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জনের কথাও উল্লেখ করেন মিল্টন তালুকদার।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই। আমি সকলের সুস্থতা কামনা করছি। এছাড়াও কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানান মেহরাজ ফাহমী।
You cannot copy content of this page