নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে এক বিশাল র্যালী বের হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, আওয়ামী কৃষকলীগ, ছাত্রলীগ ও আওয়ামী মহিলালীগ।
এ সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page