বিজয়ের বাঁশি
মোঃ মশিউর রহমান
বিজয় মানে বন্দী শিকল হতে চির মুক্তি
স্বাধীনতা ছিনিয়ে আনা চুড়ান্ত এক চুক্তি।
বিজয় মানে মুক্ত আকাশ
নিঃশ্বাসে বিশ্বাসে সুগন্ধ বাতাশ।
বিজয় মানে রক্তক্ষয়ী একাত্তর
কেড়ে নেওয়া অধিকারের ২৩ বছর।
বিজয় মানে লাখো শহিদের স্বাধীন বাংলা
জেল হতে মুক্ত আজ বন্ধ জানালা।
বিজয় মানে দামান ছেলেদের তাজা রক্ত
নতুন প্রজন্ম তাদেরই মতো পাকাপোক্ত।
বিজয় মানে বাংলা মায়ের লাল শাড়ী
রক্তে ভিজে বাংলায় খেয়েছে গড়াগড়ি।
বিজয় মানে মাথা উঁচু করবার শক্তি
একাত্তরের শহিদদের জানায় ভক্তি।
বিজয় মানে গর্বিত এক ইতিহাস
যুগ যুগ ধরে চলবে বিজয় উল্লাস।
বিজয় মানে অর্জিত লাল সবুজ
হানাদাররা বুঝেছে বাঙালি নয়কো অবুঝ।
বিজয় মানে শ্রদ্ধা আর চরম ভক্তি
জেগে ওঠা মনের না বলা শত উক্তি।
বিজয় মানে বাংলা মায়ের নতুন জন্ম
ছুটেচলা স্বাধীন এক সাহসী প্রজন্ম
বিজয় মানে ১৬ ই ডিসেম্বরের স্মৃতিকাতরতা
শহিদদের জানায় আজ বিনম্র শত শ্রদ্ধা।
লিখেছেন:
মোঃ মশিউর রহমান
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply