স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন' জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ জোনাল পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে মনোবিজ্ঞান ১২ তম ব্যাচের তাসনিম জান্নাতি ও আইন ১৩ তম ব্যাচের মাহিয়ান এ.কে মাহমুদ কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) বাঁধনের অফিসিয়াল প্যাডে ২০২১ সালের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির জোনাল প্রতিনিধি হিসেবে আছেন ম্যানেজমেন্ট ১২ তম ব্যাচের বিপ্লব সরকার।
নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী তমা, আবিদ হাসান দিপু,সহ-সাধারণ সম্পাদক মেহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম,সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন সানি, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিশি, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক রাসেল আকন্দ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাকিল হোসেন, রিয়াজ ভূইয়া, মিজানুর রহমান, নূরানী, রবিউল ইসলাম।
You cannot copy content of this page