প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২০, ৮:৫৫ পূর্বাহ্ণ
রামগঞ্জে নানা আয়োজনে শাহজকি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের বিজয় দিবস উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভা, পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
১৬ই ডিসেম্বর বুধবার বিকেলে বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক মুজিবের সভাপতিত্বে সমন্বয় ফোরামের আহবায়ক ও করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো: কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক হেদায়েত হোসেন, বিদ্যালয় সাবেক বিদ্যুোৎসাহী সদস্য ও করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, বীরমুক্তিযোদ্ধা নুরনবী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনির হোসেন, শিক্ষানুরাগী গোলাম রসূল, আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম বিএসসি,সাংবাদিক জাকির পাটওয়ারী, আবদুর রহমান, পারভেজ হোসাইন, সাখাওয়াত হোসেন,
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবুল বাসার বাসু, আব্দুল মোতালেব, আবুল ওয়াহেদ পাটোয়ারী, সমন্বয় ফোরামের সদস্য সবুজুল ইসলাম, প্রকৌশলী ফারুক হোসেন,ফরিদ হোসেন, সাংবাদিক কামাল হোসেন জুয়েল সহ প্রমূখ নেতৃবৃন্দ। আগত অতিথিদের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ,
মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ করেন। বক্তারা বিদ্যালয় প্রাক্তন ছাত্রদের সমন্বয় ফোরামের এই কার্যক্রমকে সাধুবাদ জানান।
© 2024 Probashtime