মোঃ মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভূইয়াগাতী বাজারের পাকাঁ রাস্তার উপর শুক্রবার(১৮ ই ডিসেম্বর ) রাত ৯ টায় র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস ( ঢাকা মেট্রো-চ-৫১-৩০৬০) তল্লাশী চালিয়ে ১৭ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃত মাদক ব্যাবসায়ীরা রংপুর জেলার পীরগাছা থানার শরিফ সুন্দর উত্তর পাড়া গ্রামের মাহবুব মন্ডলের ছেলে এনামুল মন্ডল(৩০)ও কুড়িগ্রাম জেলার শিমুলবাড়ী থানার শিমুলবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে ফারুক মিয়া(৩২) এবং কুড়িগ্রাম জেলার সদর থানার বানিয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী(২৩)। পরে আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply