প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ৮:২৬ পূর্বাহ্ণ
নেত্রকোনায় রক্তদানে নেত্রকোনা সেচ্ছাসেবী সংগঠনের ব্যাতিক্রমধর্মী উদ্ধ্যোগ
আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃরক্তদানে নেত্রকোনা একটি সেচ্ছাসেবী সংগঠন, এক ঝাক তরুন তরুনী নিজ ইচ্ছায় নিজেদের ঘাম শ্রম দিয়ে নেত্রকোনা জেলার প্রতিটা এলাকার গরিব,অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।তারা মানুষের অসহায়ত্ব, গরিব, সকলের পাশে দাড়িয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তাদের চর্তুরমুখী কাজে নেত্রকোনার সাধারন জনগন খুবই খুশি।
এই সংগঠনের নেতারা নিজে রক্ত দান করেন এবং অন্যদের রক্তদান করতে উৎস দেন।
প্রতিনিয়ত তারা সমাজের অসহায় মানুষে দ্বারে দ্বারে ঘুড়ে,বস্ত্র,খাবার সহ যাবতীয় প্রয়োজন মিঠানোর চেষ্টা করেন।
এই শীতে তাদের নানান কর্মসূচীর মধ্যে আরেকটি ব্যাতিক্রমধধর্মী উদ্ধ্যোগ হচ্ছে মানবতার দেয়াল।
এ বিষয়ে সে সংগঠনের নেতা বলেন রক্তদানে নেত্রকোনা সংঘঠন থেকে আমরা একটা মামবতার দেয়াল করেছি মুক্তারপাড়া ব্রিজের মোড়ে,কৃষি ফার্ম মসজিদের সামনে।
যাদের বাসায় পুরাতন কাপড় আছে যেগুলো ব্যবহার করে না বাচ্চাদের,মহিলাদের,ছেলেদের।এগুলো ফেলে না দিয়ে সংগঠনের নেতাদের বললেই তারা বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করে মানবতার দেয়ালে এনে গরিব মানুষদের সাহার্য্য করবে।
তারা আরো বলেন ঠান্ডা বেশি তাই কাপড় দিয়ে কুলাতে পারতেছি না।১ সপ্তাহে ৮ বস্তা কাপড় দিয়েছি।তাই যারা গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে চান তারা যেন যোগাযোগ করেন।
যোগাযোগঃ
01623358414 (জনি)
01703366713 (অলি)
© 2024 Probashtime