প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ৫:০৮ পূর্বাহ্ণ
রামগঞ্জে নোয়াগাও সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ ও পুরষ্কার বিতরণ
আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াগাও সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে হিট টু হিট মিনি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার নোয়াগাও ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ নং নোয়াগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও নোয়াগাও সমাজকল্যান ক্রীড়া সংঘের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মনির শেখের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক হেড অব ব্রাঞ্চ রামগঞ্জ শাখার এভিপি আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর নোয়াগাও শাখার ইনচার্জ ইলিয়াছ আহমেদ,
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারন সম্পাদক এম কাউছার হোসেন,সংগঠনের সহ-সভাপতি ও রামগঞ্জ প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম খান লিটন, নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুমন রহমান,সাইফুল ইসলাম পাটওয়ারী, সংগঠনের সদস্য সিভাস চন্দ্র দাস,এমরান হোসেন বাবলু, মনোয়ার হোসেন পাটওয়ারী, বিকাশ সুত্রধর, গাজী শামিম আহমেদ, মিঠু গাজী, শরিফ হোসেন সহ প্রমুখ।
টুর্নামেন্টে ১২ টি দলের অংশগ্রহনে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন হোটাটিয়া ক্রিড়া সংঘ ও রানার্স আপ হন শেখ সৈকত এন্টারপ্রাইজ।খেলা শেষে অমন্ত্রিত অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন খেলোয়াড়রা।
© 2024 Probashtime