প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ
রামগঞ্জে যুবলীগ নেতা জাহিদ মির্জার নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ মির্জার নিজস্ব অর্থায়নে এবং ড. আনোয়ার হোসেন খান এমপির সৌজন্যে শীতার্ত ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম.তসলিম হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল হোসেন মেম্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ছুক্কুন,
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিজি, ইউনিয়ন যুবলীগ নেতা বাবু মির্জা, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম.হামিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক নাজিম মাহমুদ রিফাত সহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের সময় যুবলীগ নেতা জাহিদ মির্জা বলেন, আমি অতীতের মতো এবছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
তিনি আরো বলেন, এছাড়াও করোনা কালীন এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষদের সহায়তা করে আসছি। আমার এমন মানবিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
© 2024 Probashtime