প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
নেত্রকোনার মদন পৌরসভার নৌকার মাঝি হলেন আওয়ামীলীগ প্রার্থী সাইফুল ইসলাম সাইফ
আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃনেত্রকোনা জেলার মদন পৌর সভার মেয়র হলেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম সাঈফ।
২৮ ডিসেম্বর সোমবার নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সাঈফ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ১৪১। তার নিকটতম প্রতিদ্বন্দী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট। বিএনপির প্রার্থী এনামুল হক পেয়েছেন ১ হাজার ২২২ ভোট।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, নির্বাচনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন পযন্ত কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
© 2024 Probashtime