রাজশাহীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর ৪২ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রথম ব্যাচের প্রথম ছাত্রী বিশিষ্ট নৃত্য শিল্পী ও ওস্তাদ কাবেরী দেবনাথ থেকে শুরু করে এ প্রজন্মের শিশু নৃত্য শিল্পীরা মাতিয়ে রেখেছিলেন শিশু একাডেমি প্রাঙ্গন। উৎসব মুখরতায় শিশু একাডেমি প্রাঙ্গন পরিণত হয়েছিল নবীণ-প্রবীণ নৃত্য শিল্পীদের মিলন মেলায়।
নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের শুদ্ধ নৃত্যের প্রখ্যাত গুরু হাসিব পান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
You cannot copy content of this page