হৃদয় আহমেদ কলমাকান্দা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দা উপজেলা কৈলাটি ইউনিয়নের কনুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে পাগলা বাজারে বুধবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ নেতা মতিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নিহত মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খানের ছেলে আতাউর রহমান খান আখি’র, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হারিববুর রহমান, আনোয়ার হোসেন খান’সহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তরা সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ পাবই-সিধলী সড়ককে মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান সড়ক হিসেবে নাম করণের দাবী জানান।
উল্লেখ্য, নিহত বীর মুক্তিযোদ্ধা (২৩ ডিসেম্বর) নিজ বাড়ির পাশেই হাঁটাহাঁটি করার সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয়। এবং পরে আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে (২৭ ডিসেম্বর) ইন্তেকাল করেন।
You cannot copy content of this page