জুবায়েল হোসেন:সিরাজগঞ্জের চৌহালীর দক্ষিনাঞ্চলের বিনানই খালে কংক্রিটের নির্মীত পাকা
সেতুটির সংযোগ সংড়ক না থাকায় কোন কাজে আসছে না। এতে প্রায়
৪ গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পড়ে নিয়মিত যাতায়াত
করতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মানে দাবি এলাকাবাসির। স্থানীয়
এলাকাবাসি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, যমুনা
বিধ্বস্ত চৌহালী উপজেলার দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াতে সুবিধার্থে
২০১৮-১৯ ইং অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট
নির্মান প্রকল্পে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বহুলাকুল দারুল উলুম
হাফেজিয়া মাদ্রাসার রাস্তায় পার্শ্বে বিনানই খালের উপর পাকা সেতুটি
নির্মান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হেলাল তালুকদারের
তত্বাবধানে ৩৮ ফুট দৈর্ঘ্য এই সেতুটি নির্মানে ৩১ লাখ ৫০ হাজার
৯৫৪ টাকা ব্যায় হয়েছে। নির্মানের ১০ মাস অতিবাহিত হলেও সেতুটির
দুপাশে সংযোগ সড়ক নির্মান হয়নি। এতে দুর্ভোগে পড়ে সেতুর পার্শ্ব
দিয়ে যাতায়াত করছে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই, চর বিনানই,
নাকালিয়া, ঘয়হাটা সহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।
একারনে সেতু নির্মানে এলাকাবাসির মধ্যে আনন্দ দেখা দিলেও সংযোগ
সড়ক না হওয়ায় সেটা নিরানন্দে পরিনত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান
আবদুল কাহহার সিদ্দীকি জানান, জাইক্যা প্রকল্প থেকে সেতুটির দুপাশে
৫০ ফিট করে মাটি ভরাটের আবেদন করা হয়েছে। এ বিষয়ে চৌহালী উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া জানান, বন্যায় মাটির
কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সেতুর দুপাশে দ্রুতই মাটি ভরাট শুরু
হবে। মাটি ভরাট হলে যাতায়াতের দুর্ভোগ থাকবে না।
জুবায়েল হোসেন
সিরাজগঞ্জ
তারিখ ০৪-০১-২০২১
You cannot copy content of this page