রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল কারামুক্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গাজীপুর কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পান।
বনানী থানার একটি মামলায় গত বছরের ১৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।ওইদিন গাজীপুরের বাসায় অভিযান চালিয়ে একটি মামলায় গ্রেফতার করে গাজীপুর মেট্রো সদর থানার পুলিশ।
২২ দিন কারাবরণ করে সোমবার সন্ধ্যা ৬টায় গাজীপুর জেল থেকে মুক্তি লাভ করে। বিষয়টি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম নিশ্চিত করেন।
জেল থেকে বের হওয়ার পর হিমেল বলেন, এই অবৈধ ও স্বৈরাচার সরকার মিথ্যা মামলায় গ্রেফতার করে এদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না। আমরা সাধারণ ছাত্রদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে থাকব এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও বেগবান করব।
Leave a Reply