প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২১, ৫:৫৬ পূর্বাহ্ণ
রাজধানীতে জাগ্রত মানবতার আলো সংগঠন শীতার্তদের পাশে
আবদুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ
চলছে প্রচন্ড শীতের মৌসুম।আর এই শীতে জাগ্রত মানবতার আলো সামাজিক সংগঠন দাড়িয়েছেন শীতার্তদের পাশে। হাসি ফুটিয়েছেন রাজধানীর টিএসসি ও তার পাশ্ববর্তী এলাকায় গরীব অসহায় দরিদ্র ও পথশিশু মানুষের মুখে। প্রতি বছরের ন্যায় এবারও নিজস্ব উদ্যোগে রাতের বেলায় শীতবস্ত্র বিতারন করেছেন সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন জাগ্রত মানবতার আলোর চেয়ারম্যান কে এম নেছার উদ্দিন, সংগঠনের সভাপতি এম এম তারেক রহমান, সহ- সভাপতি জুবায়ের তন্ময়, অর্থ বিষয়ক সম্পাদক মুনিম খান,সদস্য আলিফ রহমান জান্নাত,সাকিব সহ অনেকেই।সংগঠনটির সভাপতি এম এম তারেক রহমান জানান,আমাদের সংগঠনটির মুল উদ্দেশ্য বাংলাদেশের যেকোন স্থানে অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়ানো।আমাদের সকল সদস্যদের আন্তরিকতার কারনেই আমরা মানুষের পাশে দাড়াতে পারছি।তাই আমাদের সকল সদস্য ও যাদের দানের কারনে এ সেবামূলক কাজ করতে পারছি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।পাশাপাশি সকলের কাছে দোয়া প্রার্থী ভবিষ্যতে যেন আরও বেশী করে মানবতার কাজগুলো করে যেতে পারি।
© 2024 Probashtime