সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২০ জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মেলনের প্রধান অতিথি, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নূর-এ আলম ছিদ্দিকী মুক্তিসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম আহ্বান করা হলে শেষ পর্যন্ত সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী থাকলে কাউন্সিলরদের ভোটগ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে সফিকুল ইসলাম ( ঠান্ডু ) পুনরায় সাধারণ সম্পাদক পদে জীতেন্দ্র নাথ বর্ম ন নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো।
You cannot copy content of this page