প্রতিদিনের সময় প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল। তবে তাদের শারীরিক তেমন কোনো জটিলতা নেই।
বুধবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার নমুনা জমা দেন চেয়ারম্যান। তারও করোনা পজিটিভ আসে। তবে তার কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।
এক বার্তায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ অলি আহাদ।
সৃষ্টিকর্তা যেন তার মঙ্গল করেন, সে কামনাও করেছেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
Leave a Reply