1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কনকনে শীতে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র পেলেন দুস্থরা উদীচী মচমইল সম্মেলনে সভাপতি আফির, সম্পাদক শীতেন্দ্র রাজশাহী ক্যান্ট: পাবলিকে উদযাপিত হলো বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী রাজশাহীতে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভূল্লী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদ গঠিত  ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা নিজ হাতে মাঠ পরিষ্কার করলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ

জনগণকে সচেতন করতে একজন ওসি’র বিরামহীন ছুটে চলা !

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪৮১ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি- চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মুল সহ সকল প্রকার অরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীনভাবে ছুটে চলছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যপী সদর থানার অন্তর্ভূক্ত বালিয়া, বড়গাঁ, দেবীপুর সহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চললের মসজিদ, খেলার মাঠ ও হাটবাজারে জনগণের সাথে সরাসরি কথা বলেছেন তিনি।

সমাজের নানা রকম সমস্যা সমাধানের জন্য একজন ওসি জনগণের দোরগরায় পৌঁছে যাওয়ার বিষয়টি হৃদয়স্থল থেকে গ্রহণ করেছেন এসব প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো।

ওসি তানভিরুল ইসলাম সেসব জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন যে, সমাজে যারা খারাপ কাজের সাথে লিপ্ত তাদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের বসবাস এখনো অনেক বেশি। এই কম সংখ্যক খারাপ মানুষ সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। কারন একটাই! আমরা সমাজের মানুষগুলো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা। এটা অপ্রিয় হলেও সত্যকথা যে, আমরা প্রতিবাদ না করায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। স্থানীয় জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে তাহলে সমাজ থেকে এসব অপরাধীদের পদচিহ্ন মিশিয়ে দেওয়া সম্ভব। ওসি তাদের বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে অবহিত করুন পুলিশ আপনাদের জন্য সদা প্রস্তুত ও কার্যকরী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

ওসি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে এখন তীব্র শীত ও ঘণকুয়াশা পড়ছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আগের তুলনায় গরু চুরির দৌরত্ম বেড়েছে। সেই সাথে নতুন করে আরও একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো খাবারের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অচেতন করে ঘর থেকে টাকা ও সোনা গহনা লুট। এর জন্য আপনাদের সজাগ থাকতে হবে। বাড়ির ভেতরে কোন রকম অপরিচিত কাউকে প্রবেশ করতে দেবেন না। সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশে খবর দিন। এসব অপরাধ চক্রের মানুষজন আপনাদের আশে পাশে বসবাস করছে। স্থানীয়দের সহযোগিতায় আপনাদের বাসার খাবারে এসব ঘুমের ঔষধ মিশিয়ে দিচ্ছে।

মা-বোনদের উদ্দেশ্যে ওসি তানভিরুল ইসলাম বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যয় সদর থানার নাম্বার ও স্থানীয় বিট পুলিশিং এর নাম্বার সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন। পুলিশ আপনাদের সাহস হয়ে সহায় হয়ে পাশে আছে। আমি কথা দিলাম আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সদা প্রস্তুত আছি। আপনারা ইভটিজিং এর শিকার হলে স্থানীয় বিট পুলিশিং এর সহযোগিতা নিবেন অথবা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন।

এছাড়াও যেসব মানুষ বিপদে পড়বেন বা সমস্যার সম্মুখীন হবেন সরাসরি সদর থানায় চলে আসবেন। কাউকে তদবির করতে হবেনা কোন মানুষ সঙ্গে আনতে হবেনা। আমি ওসি তানভিরুল ইসলাম নিজ হাতে আপনার আনিত অভিযোগ লিখে দিবো। এক কথায় আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পুলিশের স্মরণাপন্ন হবেন পুলিশ আপনার সমস্যাটা নিজের মনে করে আপনাদের সেবা দিবে। সেই সাথে যুবকদের দৃষ্টি আকর্ষন করে ওসি বলেন আপনারা সকলে বাবা মায়ের সেবা করবেন। বাবা মা কোন সন্তানের বিরুদ্ধে কোন অভিযোগ আমার কাছে আনলে চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। ওসি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও পুলিশকে সহযোগিতা করার আহহ্বান করেন।

এ সময় বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরে-আলম মুক্তি, দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোয়াজ্জিন হোসেন, জেলা পরিষদ সদস্য মো: তুষার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ওসি তানভিরুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ওসওি তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। সেই সাথে পুলিশকে সব রকম সাহায্য করার কথা জানান স্থানীয় জনগণ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page