ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শাহজাহান হাওলাদার।
রবিবার সকালে স্থানীয় পুলিয়া বাজারে শিকদার মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনকালে শাহজাহান হাওলাদার বলেন, আজ অফিস উদ্বোধন করার সময় আমি কাউকে দাওয়াতও দিতে পারিনি। তারপরও তারা উপস্থিত হয়ে আমার ভালবাসার প্রমান দিয়েছেন। মানুষের যে ভালবাসা আমি পেয়েছি তাতে আমি আবেগে আপ্লুত। আমি মানুষের ভালবাসার কাছে যা পেলাম তাতে আমি চেয়ারম্যানের চেয়েও অনেক বড় কিছু পেয়ে গেছি। চেয়ারম্যান নির্বাচিত হওয়া বড় কথা নয়, মানুষের জন্য কি করলাম এটাই বড় কথা। জনগনের দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তবে জনগনের জন্য কিছু করার জন্য চেষ্টা করবো। আমি নিতে আসিনি, জনগনের জন্য কিছু দিতে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক মাতুব্বর, মোশারফ হোসেন, মামুন শিকদার, হাবিবুর রহমান হাবিব, তৈয়ব আলী মাতুব্বর, হারুন মুন্সী, নান্নু তালুকদার, ইউ.পি সদস্য জহির হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ ।
Leave a Reply