ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খানের বদলী জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে উপজেলা সেমিনার কক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে সকল দপ্তর প্রধানগনের উপস্থিতিতে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী ক্রেষ্ট ও সবার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় কর্মকর্তারা তার সম্পর্কে নানা বিষয়ে স্মৃতিচারন করেন। উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
এ সময় নির্বাহী কর্মকর্তা সম্পর্কে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সুদর্শণ শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন ফকির, উপজেলা প্রকৌশলী আঃ মালেক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, সমাজসেবা অফিসার আবুল কালাম, আবাসিক প্রকৌশলী মোঃ ফরিদুজ্জামান প্রমুখ।
Leave a Reply