আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য নিয়ে সারা বাংলাদেশের ন্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভুমিহীনদের জন্য "ক" শ্রেনির নিরাপদ আবাসন বঙ্গবন্ধু পল্লীতে আশ্রয় পেল ১৬৩টি পরিবার।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো, আনিসুজ্জামান বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় রাজৈর উপজেলায় গৃহহীনদের জন্য ১৬৩টি গৃহের ব্যাবস্থা করেছেন। তার মধ্যে ২৮ টি ঘর গত শনিবার গৃহহীনদের মাঝে বসবাসের জন্য দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেওয়া হবে।
বাজিতপুর ইউনিয়নের ইউপি সদস্য তারামিয়া এবং ইউপি চেয়ারম্যান সিরাজ হাওলাদার প্রধানমন্ত্রীর এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সুবিধাভোগী বানেচা বেগম, মতলেব খালাশি ও মতলেব ফকির ২ শতাংশ জমিসহ ঘর পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
You cannot copy content of this page