সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৫ নং বালিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ৩ টায় সদর উপজেলা ভূল্লী থানার ভূল্লী ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হেসেন লাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ আবু নুর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম লাল, সদর থানা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ হেলাল, জাহিদুর রহমান জাহিদ, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন সহ ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ আবু নুর বলেন, দেশে গনতন্ত্র বলতে কিছু নেই, আওয়ামী লীগ গনতন্ত্রকে হত্যা করেছে। আমরা গনতন্ত্র অচিরেই রাজ পথ দখল করে উদ্ধার করবো। প্রশাসন আজ আওয়ামী লীগের কথামতো চলছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৫ নং বালিয়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন হয়। এতে সভাপতি নির্বাচিত হন রইসুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক আজিজার রহমান ও সাংগঠনিক সম্পাদক লিটন আলী।
Leave a Reply