প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ
নড়াইলে প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা
তৃতীয় ধাপে অনুষ্ঠিত নড়াইল সদর পৌরসভা নিবার্চনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন আঞ্জুমান আরা। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৩৪ টি ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জুলফিকার আলী মন্ডল ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৪শ ৬৪ টি ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা খায়রুজ্জামান হাতপাখা প্রতীকে ৫শ ৬৬টি ভোট পেয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে বেসরকারি ভাবে এ ফলাফল পাওয়া যায়। নড়াইল পৌরসভায় ভোটার সংখ্যা ৩৪ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৬০৯জন। শান্তিপূর্ন ভাবে সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরসভায় ৭৪.৯২ শতাংশ ভোট পড়েছে।#
© 2024 Probashtime