মাদরাসায় পড়ুয়া এতিম শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন টোক মানবতার ঘর। সোমবার সকালে টোক নগর জাবেদ আলী সরকার বাড়ী নুরে মদিনা হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসা এবং কেন্দ্রয়াব আশরাফিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ২০ জন অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়৷
উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিনের মানবতার ঘর থেকে শীতবস্ত্র পেয়ে এতিম শীতার্ত শিশুদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।
নজরুল ইসলাম ও আ. আওয়ালের আর্থিক সহযোগিতায় এবং হাফেজ মাঃ মাহমুদুল হক, মোঃ আপন মিয়ার উপস্থিতিতে শিতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা মোমতাজ উদ্দিন জানান, এ পর্যন্ত মানবতা ঘর থেকে ৪শ ৭০ জন অসহায় হতদরিদ্র এতিম শিশুদের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে মানবতার ঘরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
You cannot copy content of this page