প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ
লোহাগড়ায় ভলিবল টুনার্মেন্ট অনুষ্ঠিত
লোহাগড়ায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিঠাপুর তরুন সংঘের আয়োজনে ৮ দলীয় ভলিবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে পাচুড়িয়া ভলিবল দলকে হারিয়ে মিঠাপুর ভলিবল দল চ্যাম্পিয়ন হয়।
গত বৃহস্পতিবার উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠিত এ ভলিবল টুনার্মেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।
খেলা শেষে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, মাশরাফীর পিতা গোলাম মোতুর্জা স্বপন, জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরোশিত বিশ্বাস, জাতীয় ভলিবল টিমের প্লোয়ার সোহেল রানা লিংকন,নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী,নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই এনামুল, ব্যবসায়ী জাহাঙ্গীর বিশ্বাস,হেমায়েত মোল্যা,মশিয়ার মোল্যা,আ:রাজ্জাক বিশ্বাস, আহম্মাদ আলী ও স্থানীয় সূধীবৃন্দ ।
উপস্থিত অতিখিরা টুনার্মেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলের হাতে ২০ হাজার টাকার প্রাইজমানী সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেন।#
© 2024 Probashtime