অনলাইন ডেস্ক:
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মিজ আমিরা ফাহমি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার দেশটিতে বাংলাদেশ দূতাবাসে তিনি এই সাক্ষাৎ করেন।
বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মিশর ইতোমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উজবেকিস্তানের সাথে ৩০টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। উজবেকিস্তানের সাথে বাংলাদেশেরও এমন চুক্তি স্বাক্ষর হতে পারে।
এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ওই চুক্তিগুলো সম্পর্কে রাষ্ট্রদূতের কাছ থেকে বিস্তারিত জানেন।
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল উজবেকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ফরেন অফিস কনসালটেশন মিটিং হতে যাচ্ছে। এই এফওসি সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
You cannot copy content of this page