অনলাইন ডেস্ক
চীনের ইউনান প্রদেশের ইউনান কৃষি বিজ্ঞান একাডেমি বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদেরকে বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে । প্রতিষ্ঠানটির পরিচালক ড. লিও ইয়ানজি এ প্রস্তাব দেন।
স্থানীয় সময় শুক্রবার ড. লিও ইয়ানজি-এর নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তার একটি প্রতিনিধি দল কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎকালে বৃত্তি প্রদানের বিষয়টি নিয়ে প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে ড. লিও ইয়ানজি তাদের নতুন উদ্ভাবিত কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি, কৃষিবিষয়ক গবেষণা, উন্নত বীজ, সার ও কীটনাশক ইত্যাদি বিষয়ে কনসাল জেনারেলকে অবহিত করেন।
এসময় ড. লিও বলেন, ‘কৃষিবিষয়ক গবেষণায় উভয়দেশ যৌথভাবে কাজ করতে পারে এবং এতে উভয় দেশই উপকৃত হতে পারে।’ ড. লিও কৃষি বিষয়ে তার প্রতিষ্ঠানের অত্যাধুনিক আবিষ্কারের বর্ণনার পাশাপাশি বাংলাদেশের অধিক সংখ্যক কৃষি বিজ্ঞানীকে তার প্রতিষ্ঠানের বৃত্তি প্রদানের প্রস্তাব করেন।
কনসাল জেনারেল আমিনুল ইসলামে প্রতিনিধিদলকে অবহিত করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল-এ পরিণত হয়েছে। কৃষি ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীন সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কৃষি বিষয়ে চীন এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের মতবিনিময়, যৌথ গবেষণা এবং গবেষণা বিষয়ক জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।’
এসময় ভাইস কনসাল মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply