রুস্তম আলী শায়ের
বাগমারা প্রতিনিধিঃআজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাগমারার তাহেরপুর পৌরসভায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ লক্ষ্যে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন কমিশন সুত্রে জানাযায়, সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তাহেরপুর পৌরসভায় ৯ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬'শ ১৯ টি । এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩'শ ৭১ টি ও নারী ভোটার সংখ্যা ৭ হাজার ২'শ ৪৮ ভোট। নৌকা প্রতীকে লড়ছেন,দুই বারের সফল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এবার হ্যাট্রিক জয়ের আশাবাদী। অপরদিকে তাহেরপুর পৌরসভায় বইছে নৌকার জোয়ার,জোয়ারে অধিকাংশ ভোটাররা বর্তমান মেয়র কালামের নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে হ্যাট্রিক জয় উপহার দিতে চাইছেন। হ্যাট্রিক জয়ের স্বপ্ন বাস্তবায়নে মেয়র কালাম ব্যাপক পরিশ্রম করেছেন। তার সুফল তিনি অাজ পাবেন বলে অাশা করছেন অাওয়ামী নেতাকর্মীরা।অন্যদিকে ধানের শীষের প্রার্থী হয়েছেন,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু । তার তেমন কর্মী সমর্থক চোখে পড়েনি। এলাকায় ভোটারদের মধ্যে তেমন উৎসাহ দেখা যায়নি। তবে ৯ টি ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা নৌকার পক্ষে ঝুঁকেছেন। সবাই উদ্বুদ্ধ হয়েছেন কালামের উন্নয়নে। তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়ে তাহেরপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। এক প্রশ্নের জবাবে অাবুল কালাম অাজাদ বলেন,অামি গত দুইবার মেয়র নির্বাচিত হয়ে তাহেরপুর পৌরসভাকে মডেল পৌরসভা করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। অাশা করি অামার প্রিয় পৌরবাসীগন অাজকে বিপুল ভোটে বিজয়ী করে পৌরসভার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার সুযোগ দিবেন। অাজকের ভোটে মেয়র প্রার্থী দুজন ছাড়াও ৩৭ জন পুরুষ ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ভোটে অংশ গ্রহন করেছেন।
You cannot copy content of this page