হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাত:১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে হাজারীবাগস্হ, ঝাউচরে, শেরে বাংলা পথকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসার উদ্বোধনী বক্তব্যে বলেন আমাদের প্রতিপ্রিয় সংগঠক আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পথ শিশুদের সাথে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কর্মসুচী ঘোষণা করা হয় এবং স্বাধীনতার সুর্বন জয়ন্তী উপলক্ষে শিশু উৎসব পালন করা হবে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আর কে রিপন, প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির উপদেষ্টা, এ্যাডভোকেট লায়ন মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক, লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নান্টু খান, স্কুল কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন মামুন, স্কুলের শিক্ষক রুলিয়া আক্তার দোলা, আকলিমা আঞ্জুম, আফরিন মুক্তা, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মিজানুর রহমান সাগর প্রমুখ। সাংবাদিককে গাছে বেঁধে নিযার্তনের গভীর উদ্বেগ প্রকাশ করেছে – বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি
হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাত:৩ ফেব্রুয়ারি, ২০২১ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক যৌথ বিবৃতিতে সুনামগঞ্জ জেলার সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ” প্রকাশ্যে জুলুমকারী ও অবৈধ প্রভাবশালীরা একের পর এক অন্যায় নিযার্তন করে যাবে আর এ বিষয়ে কোনো কলমযোদ্ধা প্রতিবাদ করলে, তাঁকে নির্যাতনের শিকার হতে হবে তা গভীর উদ্বেগের বিষয়। ”
সুনামগঞ্জ, তাহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলায়, সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ছবি ভাইরাল হওয়ার পরেও, এখন ও অভিযোগকারীদের কাউকে গ্রেফতার করা যায়নি।সাংবাদিক কামাল হোসেন রাফির অপরাধ সে সত্য প্রকাশে নির্ভিক ছিলেন। যারা এই সাংবাদিকের উপর নির্মমভাবে নির্যাতন করেছে, তাদের সকলকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply