রুস্তম আলী শায়ের
বাগমারা প্রতিনিধিঃচতুর্থ ধাপে রাজশাহীর তাহেরপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
পৌর সভার ৯টি ওয়ার্ডে ভোট গননা শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১০৮৩৯ ভোট।
তার একমাত্র নিকট তম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম সামসুর রহমান মিন্টু ধানের শীষ মার্কা নিয়ে পেয়েছেন ৯০৩ ভোট।
অন্য দিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে বাবুল খাঁ, ২নং ওয়ার্ডে একই প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন সামসুল আলম সরদার,৩নং ওয়ার্ডে শ্রী কার্তিক দাস (উদপাখি) মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, ৪নং ওয়ার্ডে ডালিম মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মিন্টু পিয়াদা, ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে সমশের আলী, ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শিউলী বেওয়া, ৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মফিজ উদ্দিন মমিন ও ৯নং ওয়ার্ডে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন রইচ উদ্দিন।
উল্লেখ্য, তাহেরপুর পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৬১৯ জন।যার মধ্যে ভোট কাস্ট হয়েছে ১১৭৪২ টি। শতকরা হারে ৮২%।
জয় লাভের পর তাহেরপুর পৌরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ।
এ নিয়ে তিনি টানা ৩বার নির্বাচিত হলেন।
Leave a Reply