সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কাগজপুকুর রুহুল আমিনের ছেলে কিসমত আলী(৩২) কে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন,শনিবার সন্ধ্যা ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার হতে শার্শা গামী পাকা রাস্তার উত্তর পাশে জৈনক জহুরুল এর ভলকানাইজ এর দোকানের সামনে হতে ইজিবাইকের টায়ারের মধ্যে ১৮ বোতল ফেন্সিডিল সহ কাগজপুকুর গ্রামের রুহুল আমিন এর ছেলে মোঃ কিসমত আলী (৩২) কে আটক করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল সহ কিসমতকে আটক করা হয়।আটক কিসমতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতো সোপর্দ করা হয়েছে।
এদিকে এলাকার অনেকেই বলছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই বলে ঘোষনা দিয়ে রাত দিন কাজ করে যাচ্ছেন তিনি।
You cannot copy content of this page